বিজয়ের মাসজুড়ে পরমতসহিষ্ণুতা ও ঐক্যের বার্তা নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ‘সম্প্রীতি উৎসব’ আয়োজন

করোনার বিষয়ে সরকার কোন তথ্য গোপন করছে না: কাদের
দি হেডলাইনস বিডি ডেস্কঃ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার তথ্য গোপন করছে বলে সাধারণ মানুষের মধ্য থেকে কথা উঠেছে। জনগণের এ অভিযোগ বা কথা সঠিক নয়। সরকার তথ্য গোপন করবে কেন? তাহলে তো সরকার করোনার বিরুদ্ধে যে যুদ্ধে নেমেছে তা জেতার আগেই হেরে যাবে।’
আজ সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, করোনা নিয়ে দেশে এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি হয়নি। করোনার বিরুদ্ধে সরকার যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধে গোটা জাতিকে শামিল হতে হবে।
কাদের বলেন, ‘করোনারভাইরাসের সঙ্গে যুদ্ধ করতে হবে সেটা কারও জানা ছিল না। এটি মোকাবিলা করার প্রস্ততিও কারও ছিল না। শুধু বাংলাদেশ নয়, কোনো দেশেরই আগে থেকে প্রস্তুতি ছিল না।’
তিনি বলেন, ‘ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে। এই গুজব থেকে সবাইকে বিরত থাকতে হবে। সরকার যথেষ্ট আন্তরিক। তা না হলে বহুল প্রতীক্ষিত মুজিববর্ষের অনুষ্ঠান বাতিল করতো না।’
এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘কিট নেই এটা ঠিক নয়। তবে কিটের ঘাটতি রয়েছে। আরও সংগ্রহ করতে জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। চিকিৎসার জন্য ডাক্তারদের প্রস্তুত রাখা হয়েছে। ডাক্তাররা ঝুঁকি নিয়ে তাদের দায়িত্ব পালন করছে। ডেঙ্গুর সময়ও ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন।’

