বিজয়ের মাসজুড়ে পরমতসহিষ্ণুতা ও ঐক্যের বার্তা নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ‘সম্প্রীতি উৎসব’ আয়োজন
৪ এপ্রিল পর্যন্ত বন্ধ হচ্ছে সরকারি অফিস
দি হেডলাইনস বিডি ডেস্কঃ

ভয়াবহ আকার ধারণ করা করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারের অফিস-আদালত আগামী ৪ এপ্রিল পর্যন্ত বন্ধ হতে যাচ্ছে। এ সময় পুলিশ ও হাসপাতাল ছাড়া সবধরনের সরকারি সেবাও বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে বাসা থেকে বের না হয়ে ঘরে থাকার অনুরোধ জানানো হবে। এতে কার্যত লকডাউনের মতোই পরিস্থিতি তৈরি হবে। তবে যানবাহন চলাচল ঘোষণা দিয়ে বন্ধ করা হবে না। মানুষ বের না হলে এমনিতেই যানবাহন ও নৌযান চলাচল কমে যাবে।

