বিজয়ের মাসজুড়ে পরমতসহিষ্ণুতা ও ঐক্যের বার্তা নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের ‘সম্প্রীতি উৎসব’ আয়োজন

করোনা ভাইরাস নিয়ে শিশুদের ভাবনা
করোনা ভাইরাস মোকাবেলার অংশ হিসেবে বর্তমানে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। তাই শিশুরা ঘরে বন্দী অবস্থায় অবসর সময় কাটাচ্ছে। আমরা dakhorkora.com “করোনা ভাইরাস নিয়ে শিশুদের ভাবনা” শীর্ষক লেখালেখি প্রকাশের আয়োজন করেছি। যেখানে শিশুরা করোনা ভাইরাস নিয়ে কি ভাবছে, বাসায় বসে এই সময়টি কীভাবে কাটাচ্ছে সেটি আমাদের লিখে জানাতে পারে। আমরা ছবিসহ প্রতিদিন লেখাগুলো আমাদের ওয়েবসাইটে প্রকাশ করবো। এই অবসর সময়টিতে শিশুদের মেধা এবং সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যেই মূলত আমাদের এই উদ্যোগ। পাশাপাশি শিশুদের মাধ্যমে শিশুদেরকে সচেতন করে গড়ে তোলা আমাদের অন্যআম লক্ষ্য।
https://www.facebook.com/dakhorkoraonline/ এই ফেসবুক পেজটির ইনবক্সে আপনার শিশুর ছবি, লেখা পৃষ্ঠার ছবি, নাম এবং কোন স্কুলে পড়াশুনা করছে সেটিসহ পাঠিয়ে দিন। ডাকহরকরা ধারাবাহিকভাবে প্রতিদিন লেখাগুলো প্রকাশের মাধ্যমে পৌছে দিবে অন্যদের কাছে।

